বাংলার নিজের খবর,বাঙালির খবর

শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা নদীয়া কৃষ্ণনগর জেলা হাসপাতালে হাসপাতাল ভাঙচুর

শনিবার সন্ধ্যায় নদীয়ার কৃষ্ণনগর পানি নালার কাছে রাস্তা পারাপার হবার সময় এক শিশুকে গাড়ি চাপা দিয়ে চলে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে ওই শিশুকে নিয়ে আসে নদীয়ার কৃষ্ণনগর শক্তি নগর জেলা হাসপাতালে, পরিবারের অভিযোগ, বেশ কয়েক ঘন্টা ওই শিশু যন্ত্রণায় কাতড়ালেও কোনো রকম চিকিৎসা করেনি হাসপাতালে চিকিৎসকরা।

 

পরিবারের লোকজন কাকুতি-মিনতি করলেও চিকিৎসকদের কর্ণপাত হয়নি। অভিযোগ শনিবার রাতে মৃত্যু হয় লাবনী ঘোষ নামে ওই শিশুর। মৃত্যুর খবর পেয়ে শক্তিনগর জেলা হাসপাতালে মেজাজ হারিয়ে ফেলে শিশুর পরিবারের সদস্যরা, এরপর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ক্ষিপ্ত হয়ে হাসপাতালে শুরু হয় ভাঙচুর, এছাড়াও চিকিৎসকদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেই। যদিও খবর পেতেই ঘটনাস্তলে আছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এরপর মৃত শিশুর পরিবারের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News