বাংলার নিজের খবর,বাঙালির খবর

খড়্গপুরে স্কুল বাসের ধাক্কায় বাইক আরোহী এক ব্যাক্তির

সোমবার মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে খড়্গপুর শহরের পুরাতন বাজার সংলগ্ন নিউ ডেভেলপমেন্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে খড়্গপুর শহরের ইন্দা এলাকার বাসিন্দা ৪৮ বছর বয়সী জগদীশ গোপ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে খড়্গপুর স্টেশন থেকে খড়্গপুর শহরের পুরাতন বাজারের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসাএকটি স্কুল বাস খড়্গপুর শহরের পুরাতন বাজার সংলগ্ন নিউ ডেভেলপমেন্ট এলাকায় তাকে ধাক্কা মারে যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় বাইক সমেত রাস্তার উপর লুকিয়ে পড়েন ।

 

তার মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলেই জগদীশ গোপ নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঘাতক স্কুল বাসটি কে আটক করে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনার ফলে মৃত ব্যাক্তির পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News