পুলিশের চাকরি জীবন মানেই ২৪ ঘন্টা ব্যস্ততা, মানুষকে পরিষেবা দিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয় প্রত্যেক পুলিশ কর্মীদের, ট্রেনিং পিরিয়ডে শরীর সুস্থ থাকলেও চাকরি জীবনে পদার্পণ করতেই নিজেদের শরীরের আর খেয়াল রাখতে পারে না পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা, আর তার কারণেই বিভিন্ন রোগে জর্জরিত হয়ে যায় প্রত্যেকেই।
এবার কিভাবে সহজ উপায়ে শরীরকে সুস্থ রাখা যায় এই নিয়ে এক স্বাস্থ্য শিবির এবং প্রশিক্ষণের মাধ্যমে এক অন্য দিশা দেখালো ভারতবর্ষের সবথেকে প্রাচীন আদি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আকুপ্রেশার প্রাণায়াম ফিজিওথেরাপির মধ্যে দিয়ে। যদিও হেলথ ইন্ডিয়া অর্গানাইজেশন এর পক্ষ থেকে সোমবার নদীয়ার শান্তিপুর থানায় এই প্রশিক্ষণ শিবির করা হয়। এ প্রসঙ্গে সংস্থার আধিকারিকরা জানান, তারা সারা বছরই বিভিন্ন পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা করে এবং তার অনুমতি নিয়ে প্রত্যেকটি থানায় এই স্বাস্থ্য প্রশিক্ষণ শিবির করে থাকেন।
ঠিক তেমনি নদীয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের সাথে কথা বলে এবং তার নির্দেশ নিয়ে সোমবার এই প্রশিক্ষণ শিবির করা হয় শান্তিপুর থানায়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ এস আই, এএসআই ও অন্যান্য পুলিশ কর্মীরা। সংস্থার আধিকারিকরা এও জানিয়েছেন, একটু সময় খুঁজে বের করে যদি সঠিক পদ্ধতিতে শরীর চর্চা করা যায় তাহলে সহজেই বিভিন্ন রোগ নিরাময় হয়। তারাও চেষ্টা করছেন প্রত্যেকের যাতে