বাংলার নিজের খবর,বাঙালির খবর

ফের বন্ধ হয়ে গেল বৈদেশিক বাণিজ্য

ফের বন্ধ হয়ে গেল বৈদেশিক বাণিজ্য। বাংলাদেশ থেকে বার্তা পৌঁছানোর পরেই সোমবার সকাল থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে।জানা গেছে ফের বাংলাদেশে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে । অস্থিরতা বেড়ে যাওয়ায় সোমবার থেকে সেদেশে টানা তিনদিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় ।তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে ফের বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। ছাত্র আন্দোলন ঘিরে সেদেশে যে ভয়ার্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল, তাতে আতঙ্কিত হয়ে ভিনদেশি পড়ুয়ারা সম্প্রতি বাংলাদেশ ছাড়েন।

 

চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে,সোমবার থেকে ফের তিনদিনের জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ থাকছে। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও জানিয়েছেন, বাংলাদেশ থেকে তিনদিনের জন্য বাণিজ্য বন্ধের বার্তা এপারে এসেছে।এনিয়ে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মনোজ কানু এবং এদিন বাংলাদেশ থেকে ভারতে আসা ওই দেশের রংপুরের বাসিন্দা শিমু রায় ও লালমনিরহাটের বাসিন্দা মহম্মদ তারেখ আলী জানান, বাংলাদেশে নতুন করে কারফিউ লাগার জন্য তিন দিনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

 

এছাড়াও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। সুতরাং সে ক্ষেত্রে ব্যবসা করার যথেষ্ট সমস্যার। তবে তিন দিন ব্যবসা বন্ধ থাকলে ব্যবসায়ী সহ ব্যবসার যথেষ্ট ক্ষতি হবে বলে দাবি করছেন তারা। যদি বাবা বাংলাদেশের বাসিন্দা শিমু রায় বলেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে কিন্তু কোথাও কোথাও এখনো সমস্যা রয়েছে বাংলাদেশে, সেই কারণেই যাতায়াত এবং বাণিজ্যিক সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News