বাংলার নিজের খবর,বাঙালির খবর

বাড়ির ওপর উল্টে গেল লরি

বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল স্কুলের ছাত্রছাত্রীরা, হুগলির উত্তরপাড়ার খেয়াঘাট মোড়ে বি কে স্টিট ও জি টি রোডের সংযোগস্থলে রাস্তার ধসে চাকা বসে উল্টে গেল বালি বোঝাই লরি, আপাতত ওই এলাকায় যান চলাচল ব্যাহত, বিকেলে উত্তরপাড়া রেলগেট পেরিয়ে বি কে স্ট্রিট ধরে জিটি রোডের দিকে যাচ্ছিল বালি

 

 

বোঝাই লরিটি, হঠাৎ করেই রাস্তায় ধারে লরির চাকা বসে বালি বোঝাই লরিটি উল্টে যায় একটি বাড়ির পাঁচিলের গায়ে, ক্ষতিগ্রস্ত হয় বাড়ির পাঁচিলের বেশ কিছুটা অংশ, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার পুলিশ, সেই সাথে ট্রাফিক, দমকল, বিভাগের আধিকারিকরা, দুর্ঘটনার স্থলেই পাশে রয়েছে একটি ছোটদের স্কুল, সেসময় স্কুল চলছিল, স্কুলের গেট বন্ধ থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি, আহত হয়েছেন গাড়ি চালক, বর্ষার সময়ে রাস্তার ধসের কারণে বাড়িতে লরি পড়ে যাওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News