মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ৫টি জেলায় বন্যা নিয়ন্ত্রনে কাজ করছে সেচ দপ্তর। আর মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের কারণে ডিভিসির ছাড়া জলে আমতা উদয়নারায়নপুরে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত বন্যার কোন প্রকোপ দেখা গেলনা। গত কয়েকদিন ডিভিসি জল ছাড়ায় আমতা ২নং ব্লকের পাশাপাশি উদয়নারায়নপুরেও বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে সবরকম সর্তকতমূলক ব্যাবস্থার পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সর্তক করা হযেছিল।
তবে বন্যার যে আশঙ্কা করা হয়েছিল সেটা হয়নি। ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরে দামোদর দুটি পাড় জলমগ্ন হয়েছে। প্রবল বেগে নদী দিয়ে জলের স্রোত বইছে। এদিকে জলের চাপে রবিবার রাতে মনসুকায় ৫০ মিটার বাঁধ বসে যায়। সেচ দপ্তরের পক্ষ থেকে রাতেই বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। অন্যদিকে ডিভিসির ছাড়া জলে নদী তীরবর্তী এলাকার বেশকিছু জমিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বন্যা নিয়ন্ত্রনের কাজ হওয়ায় বন্যার হাত থেকে এবার মনে হয় রক্ষা পাওয়া যবে।
উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানান সোমবার সন্ধ্যায় হরিপুর হোদল এলাকায় নদী বাঁধ চুইয়ে জল ওভারফ্লো হচ্ছে। ওখানে বালির বস্তা দিয়ে বাঁধ বাঁধা হচ্ছে। বিধায়ক জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগে বন্যা নিয়ন্ত্রনে মেগা প্রকল্পের কাজের জন্য এবারে দেড়লক্ষ কিউসেক জল ছাড়ার পরেও উদয়নারায়নপুরের মানুষ বন্যার হাত থেকে রেহাই পেয়েছে।