আতঙ্ক নিয়ে ভারতে ফিরলেন লরি চালকেরা।এদিন মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে শতাধিক গাড়ি এসে পৌঁছায়।এই গাড়িগুলি পন্য খালাসের পর বাংলাদেশের পানামা বন্দরে ছিল।আরো প্রায় ১৩০ টি লরি পানামা বন্দরে রয়েছে।শীঘ্রই তারা ভারতে ফিরে আসবে বলে জানা গেছে।পানামা বন্দরে ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন লরি চালকদের পরিবারবর্গ।কিন্তু সুরক্ষিত ছিল গাড়ি চালকেরা।তবে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় চালকদের চোখে মুখে রীতিমত আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়।
পাশাপাশি এদিন থেকে শুরু হল ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি।এমনটাই জানিয়েছেন মহদিপুর এক্সপোর্ট ইমপোর্টার্স এসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ।সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান,বাংলাদেশের পানামা বন্দরে ১৩০টি লরি ও চালক রয়েছে।বাকি শতাধিক লরি ফিরে এসেছে।ফের আজ থেকে শুরু হল ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য।অপরদিকে শুল্ক দফতরের আধিকারিক দেবদুলাল চ্যাটার্জি জানান,মহদিপুর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য ফের শুরু হয়েছে।নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই শুধুমাত্র রপ্তানি করা হচ্ছে।