বাংলার নিজের খবর,বাঙালির খবর

ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশের অরাজকতা

ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশের অরাজকতার পরিবেশ সংখ্যালঘুদের উপর আক্রমণেরও খবর পাওয়া যাচ্ছে। এমত অবস্থায় বালুরঘাটের বাসিন্দা পার্থ অধিকারী প্রাণ হাতে গামছা পড়ে পালিয়ে এলেন বাংলাদেশ থেকে। ভারতের হিলি সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করার পর পার্থ অধিকারী নামে ঐ পুরোহিত জানান তিনি ও তার এক শিষ্য শিবগঞ্জ থানার নারায়ণপুরে গিয়েছিলেন মহাপ্রভুর ভোগ দিতে।

 

গত পরশু বাংলাদেশের সরকার পতনের পর সেদিন রাতে বাংলাদেশের শিবগঞ্জ থানার নারায়ণপুর এলাকার সংখ্যালঘুদের বাড়ির ওপর আক্রমণ চালানো হয়। পার্থবাবুর কথায় কুঠার দিয়ে দরজায় আঘাত করা হয় সংখ্যালঘুদের উপর আক্রমণের উদ্দেশ্যে। পার্থ বাবুরা এক কাপড়ে পালিয়ে নদীর ধারে এসে লুকিয়ে ছিলেন বলে তিনি জানান। আর কোনদিন বাংলাদেশের যাবেন না বলেও আতঙ্কিত পার্থ বাবু দাবি করেন। বাংলাদেশ থেকে ফিরে এলেও তখনও তার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছিল। হিন্দুরা কি অবস্থায় রয়েছে পার্থবাবুর বক্তব্যই স্পষ্ট।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News