খাবারের গুণগত মান যাচাই করতে দোকান-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এদিন অভিযান চালান। বুধবার করণদিঘী ব্লকের রসখোয়া এলাকার বিভিন্ন ধরণের খাবারের দোকানে করণদিঘী থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রলজি এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।
কোথাও বিষাক্ত রং সহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার আবার কোথাও চলছে লাইসেন্সহীন খাবারের দোকান। আবার কোথাও তৈরি হচ্ছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার। এদিন সেইসব দোকান মালিক এদের সাথে কথা বলে তাদের শেষ বারের মতো সতর্ক করা হয়।