লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে।জানা গেছে একটি ফ্লিপকার্ট ডেলিভারি হাবে চুরির ঘটনা ঘটেছে।|সেখানে ফ্লিপ কার্টে অর্ডারের বিভিন্ন সামগ্রী মজুত রাখা হয়।বুধবার সকালে হাবের কর্মীরা কাজে যোগ দিতে আসলে তারা দেখেন শাটার কাটা অবস্থায় রয়েছে।
সিসি ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে।দামী মোবাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।এইনিয়ে এই ফ্লিপকার্ট হাবে মোট তিনবার চুরির ঘটনা ঘটলো।মৃগাঙ্ক শেখর মন্ডল নানে প্রতিষ্ঠানের এক আধিকারিক জানান,শাটারের তালা ভেঙে কিছু জিনিসপত্র নিয়ে গেছে।এ নিয়ে এখানে মোট তিন বার চুরির ঘটনা ঘটলো।অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে মালদহ থানার পুলিশ।