ভিন রাজ্যে আলু রপ্তানীর সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ও ন্যায্যমূল্যে আলু ক্রয়ের দাবিতে আন্দোলনে নামে আলু চাষীরা৷ বুধবার এই দাবিতে সোচ্চার হয়ে ফালাকাটা শহরে মহামিছিল ও জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভ দেখায় আলুচাষীরা। এলাকার কয়েকশো আলুচাষী প্রায় ২০ টি ট্রাক্টর নিয়ে ওই মহামিছিলে সামিল হয়।
এদিন ফালাকাটা কৃষক বাজার থেকে ওই মিছিল শুরু হয়৷ ফালাকাটা মেইন রোড ও ধূপগুড়ি মোড় ঘোরার পর শহরের নতুন চৌপথীতে জাতীয় সড়ক অবরোধ করে৷ প্রায় ঘন্টাখানেক পর ফালাকাটা থানার আইসি-র আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনরত আলুচাষীরা।ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার বলেন, আলুচাষীদের দাবিগুলি উর্দ্ধ তন কতৃর্পক্ষের কাছে পাঠানো হয়েছে। ফালাকাটা আলুচাষী সংগঠনের সম্পাদক ভজন গোপ বলেন, “এর আগেও প্রশাসনের বিভিন্ন স্তরে দাবি পত্র জমা দেওয়া হয়েছে।আগামী তিন দিনের মধ্যে সমস্যা না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।”