বিএসএফের প্রচেষ্টায় সুরক্ষিতভাবে ভারতে ফিরল ঢাকায় কর্মরত টিসিএস পাওয়ার প্রোজেক্টের ১৯ জন কর্মী। বুধবার তারা বাংলাদেশ থেকে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বিএসএফ সূত্রে জানা গেছে, ওই কর্মীদের সুরক্ষিতভাবে দেশে ফেরাতে মঙ্গলবার রাত্রি থেকেই বাংলাদেশের বিজিবি-র সঙ্গে সংযোগ রক্ষা চলছিল। এদিন বিএসএফের ৬১নং ব্যাটেলিয়ন জওয়ানরা ওই কর্মীদের ভারতে গ্রহণ করেন।
শুধু এদিনই নয় বিএসএফের প্রচেষ্টায় মঙ্গলবারও দেশে ফেরে বাংলাদেশে পণ্যবাহী ১০৬ জন ট্রাক চালক। বিএসএফ সূত্রে এও জানা গেছে বাংলাদেশের পানামাতে এখনও কিছু ভারতীয় ট্রাক ড্রাইভার রয়েছে। যে সমস্ত ট্রাকের পণ্য খালাস না হওয়ায় ট্রাকের চালকরা ভারতে ফিরতে পারছে না। এমত অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় ট্রাক চালকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশের বিজিবি-র সাথে যোগাযোগ রেখে চলেছে বিএসএফ কর্তৃপক্ষ।