ফের মালদহে ব্রাউন সুগার উদ্ধার।দুটি পৃথক জায়গায় ব্রাউন সুগার উদ্ধারের ঘটনার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৮১ গ্রাম ব্রাউন সুগার সহ ধনঞ্জয় ভকত নামে এক যুবককে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ।ধৃতের বাড়ি কালিয়াচকের আলীনগর বাইশ চক্র ক্লাব সংলগ্ন এলাকায়।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ২৮ লক্ষ টাকা।
ধৃতকে বুধবার মালদহ জেলা আদালতে তোলা হয়।পাশাপাশি ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেফতার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।ধৃতদের নাম,দিবাকর মন্ডল(২২)ও রাজেশ মন্ডল(২৬)।বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের হাদিনগর সুকদেবপুর গ্রামে। তাদের কাছ থেকে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার সহ একটি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য ২৭ লক্ষ টাকা।ধৃত দুই যুবককে বুধবার মালদহ জেলা আদালতে তোলা হয়।এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।