আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে মালদহের বৈষ্ণবনগরের কৃষ্ণপুর চামা এলাকা থেকে এক যুবক কে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতের নাম বিনয় মন্ডল(২৫)।
তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল,একটি ম্যাগাজিন ও এক রাউন্ড কার্তুজ। ধৃতের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর কানাইটোলা গ্রামে।ধৃত কে বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে তোলা হয়।