গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে তৎপর রাজ্য সরকার।কিন্তু গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।অথচ গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের।মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে।মালদহের মানিকচকের ভূতনির বিস্তীর্ণ এলাকা গঙ্গাবক্ষে বিলীন হয়েছে।নতুন করে মানুষ নদী ভাঙ্গন ও প্লাবিত হওয়ার আশঙ্কায় সারারাত জেগে জেগে কাটাচ্ছে।
তাই মানুষকে আশ্বস্ত করতে তাদের পাশে দাঁড়ালেন মালদহ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মন্ডল।গঙ্গার জলস্তর বাড়লেই ভূতনির বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে।মানুষজন তাদের ছোট ছোট সন্তান, গবাদি পশু ও বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে কিভাবে কোথায় কোন নিরাপদ স্থানে যাবে তা নিয়েই তারা আতঙ্কিত।তাই আতঙ্কিত মানুষ গুলোর পাশে দাঁড়িয়ে প্রশাসনিক স্তরে কথা বলে এই মানুষগুলোকে উদ্ধারের একটা চেষ্টা করছেন যুব তৃণমূল সভাপতি।ভুতনির গঙ্গা ভাঙ্গনের স্থায়ী সমাধানের দাবিও তুলেন তিনি।