রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি শুক্রবার হাওড়া জেলার উলুবেড়িয়াতে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হল। এদিন উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, বিধায়ক বিদেশ বসু,, হাওড়া গ্রামীন জেলার পুলিস সুপার স্বাথী ভাঙ্গালীয়া, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার ১৮ জনের হাতে জাতিগত শংসাপত্র, তিনটি সাংস্কৃতিক সংগঠনের হাতে ধামসা মাদল প্রদান করা হয়। পাশাপাশি কয়েকজনকে স্কলারশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবস সম্প্রচার করা হয়।