বাংলার নিজের খবর,বাঙালির খবর

ঝাড়গ্রামে ৬৪ একর জমিতে চালু করা হবে টাইগার সাফারি, মুখ্যমন্ত্রী

শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্য স্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষনে বলেন ঝাড়গ্রামে রূপসী বাংলার চিত্র দেখা যায়। অরণ্য সুন্দরীহার গ্রামে বহু মানুষ বেড়াতে আসেন। তাই ঝাড়গ্রামে পর্যটন ব্যাবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন ঝাড়গ্রামে আসা পর্যটকদের মনোরঞ্জনের জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে ৬৪ একর জমিতে টাইগার সাফারি চালু করা হবে।

 

ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু করতে খরচ হবে প্রায় দশ কোটি টাকা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম চিড়িয়াখানার পাশে ৬৪ একরজমি চিহ্নিত করা হয়েছে। রাজ্যের শিলিগুড়ি তে প্রথম টাইগার সাফারি তৈরি করা হয়েছে। ঝাড়গ্রামে দ্বিতীয় টাইগার সাফারি তৈরি করা হবে। খুব শীঘ্রই ঝাড়গ্রামে টাইগার সাফারি তৈরির কাজ শুরু করা হবে। ঝাড়গ্রামে টাইগার সাফারি চালু হলে তা দেখার জন্য বহু মানুষ আসবেন। যার ফলে ঝাড়গ্রামে পর্যটন ক্ষেত্রে আরো এগিয়ে যাবে।

 

এছাড়াও ঝাড়গ্রামে পর্যটন এর উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় কাজ রাজ্য সরকার করবে বলে তিনি জানান। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন এক সময় ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় করতেন, সে সব এখন অতীত, এখন মানুষ বেড়ানোর জন্য আদর্শ জায়গা হিসাবে ঝাড়গ্রাম কে বেছে নিয়েছে। আগামী দিনে আরো বেশি মানুষ ঝাড়গ্রামে বেড়াতে আসবেন বলে তিনি আসা প্রকাশ করেন।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News