লোকসভা নির্বাচনের পরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কার্যকারিনী বৈঠক করল বিজেপি! পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে শুক্রবার বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে কার্যকারিনী বৈঠকের আয়োজন করা হয়।
তবে কার্যকারিনী বৈঠকে জেলা বিজেপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী। দলীয় সূত্রে খবর লোকসভা নির্বাচনের আগে থেকেই নারায়ণগড় মধ্য মণ্ডলের সভাপতি সমীরন বাড়ুই ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। দলের বেশ কয়েকটি কর্মসূচিতে বিজেপির এই দুই নেতাকে দেখা যায়নি একসঙ্গে। স্বাভাবিকভাবে নারায়ণগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
যদিও এই বিষয়টি মানতে চাননি মন্ডল সভাপতি। তাঁর বক্তব্য জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী উলুবেড়িয়াতে দলের অন্য কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। তাই তিনি আসতে পারেননি। এ বিষয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী জানিয়েছেন, লোকসভা নির্বাচনে নারায়ণগড়ে যারা দায়িত্বে ছিলেন তাতে বিজেপি দশ হাজার ৬০০ ভোটে মাইনাস হয়েছে। তাছাড়া বিগত এক বছর ধরে নারায়ণগড়ের দলের দায়িত্বে আমি নেই। তাই দলীয় কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করি না। নারায়ণগড়ে লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পেছনে দলীয় নেতৃত্বরাই কি দায়ী। উঠছে এমন প্রশ্নও ?