মাছ ধরার মুগরীতে আটকে পড়া একটি কেউটে সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। জানা গেছে উলুবেড়িয়া বহিরা গ্রামের বাসিন্দা জন্মেঞ্জয় মিদ্দে মাছ ধরার জন্য বৃহস্পতিবার জমিতে মুগরী পাতেন। আর তাতেই আটকে পড়ে কেউটে সাপটি।
শুক্রবার সকালে মুগরীর মধ্যে কেউটে সাপটিকে আটকে থাকতে দেখে জন্মেঞ্জয় বাবু পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে খবর দেন। পরে দেবাশীষ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। পরে তিনি বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।