বাংলার নিজের খবর,বাঙালির খবর

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া আস্ত বাস উদ্ধার

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া আস্ত বাস উদ্ধার করল রামপুরহাট থানার পুলিশ। বাস মালিক সাদিমান শেখ জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে রামপুরহাট বাসস্ট্যান্ডে তার বাস রেখে তিনি বাড়ি চলে যান। বুধবার ভোরবেলায় বাসস্ট্যান্ডে এসে বাস চালক বাসটি দেখতে না পেয়ে সাদিমান শেখ কে জানায়, এরপরে তন্ন তন্ন করে খুঁজেও তার বাস না পেয়ে অবশেষে রামপুরহাট থানায় বাস চুরির লিখিত অভিযোগ করেন বাসের মালিক।

 

তদন্ত নেমে রামপুরহাট থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে বছর তিনেক আগে রামপুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্জুন প্রামাণিক কে রাতে বাসস্ট্যান্ডের দিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে, এরপর পুলিশ তাকে খোঁজাখুঁজি শুরু করে, অবশেষে অর্জুনকে পুলিশ ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করেই চুরি যাওয়া বাস রামপুরহাট থানার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করে।

 

সাদিমান শেখ জানিয়েছেন, এই বাস তার একমাত্র রোজগারের উপায়। দ্রুত বাস ফিরে পেয়ে তিনি রামপুরহাট থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন। নারায়নপুর – বিষ্ণুপুর এই রুটেই দীর্ঘদিন ধরে তার বাসটি চলাচল করে। বাসটি দুদিন এই রুটে না চলার কারণে মারাত্মক সমস্যায় পড়েছিল রুটের যাত্রীরা। শনিবার থেকে ওই রুটে একমাত্র বাস চলাচল শুরু হওয়ার খবর জানাজানি হতেই যাত্রীদের মধ্যে দেখা গেল খুশির হাওয়া।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News