বাংলার নিজের খবর,বাঙালির খবর

মিড ডে মিলের দুর্নীতিকে ঘিরে উত্তাল হল কাঁথি

মিড ডে মিলের দুর্নীতিকে ঘিরে উত্তাল হল কাঁথি এক ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকা। দুর্নীতির প্রতিবাদে সরব সাবাজপুর সম্মবোধি শিক্ষার্থী হাই স্কুল কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এই ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি। অভিযোগ গত ২৯ জুলাই বৃষ্টির দুপুরে সাবাজপুট সম্বধি শিক্ষার্থী হাই স্কুলের উপস্থিত ছিল ২৫ জন ছাত্র ছাত্রী।

 

কিন্তু এদিন বিদ্যালয়ের কর্তৃপক্ষ ৪৬৫ জনের মিড ডে মিল হয়েছে বলে হিসেব দেখিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকার অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং শুভানুধ্যায়ীগণ বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে ধারাবাহিক দুর্নীতি চলে আসছে । কাঁথি ১ ব্লকের বিডিও ও স্কুল পরিদর্শকের কাছে এবং পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেন এলাকাবাসী। ৩১ জুলাই তদন্তে আসেন আই ডিও মিড ডে মিলের দায়িত্বে থাকা সুপারভাইজার ও অন্যান্য আধিকারিক।

 

সূত্রের খবর তাদের চোখে হিসেবে গরমিল দেখতে পান তদন্তকারী আধিকারিকগন।রাঁধুনী সহ বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন বিডিও অফিস সূত্রে জানা গেছে গত ২০২৩ সালে ২ মার্চ জয়েন্ট বিডিও তদন্তে এসে দুটি গোডাউনে তালা ভেঙ্গে প্রায় ১০০ বস্তা চাল হিসাব বহির্ভূতভাবে পান। অভিযোগ মিড ডে মিল এর গুণগত মান ঠিক থাকে না বলে অভিযোগ। সাবাজপুট গ্রাম পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস বলেন গত ৪ আগস্ট তার কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ।

 

সেই অভিযোগ বিডিও এবং স্কুল পরিদর্শক কে নিরপেক্ষ তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন এভাবে ছেলেদের খাওয়ার নিয়ে দুর্নীতি বরদাস্ত করা যাবে না। তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল তথ্য প্রকাশ হোক, এটাই তিনি চান।

 

এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দীস নিয়োগী বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর পিছনে একটি ষড়যন্ত্র কাজ করছে। তিনি আরো বলেন আমাকে প্রধান শিক্ষকের পদ থেকে তাড়ানোর কৌশল গ্রহণ করা হয়েছে। তিনি বলেন নিরপেক্ষ তদন্ত হোক প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসুক।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News