আরজিকরের ঘটনায় প্রতিবাদ ও আন্দোলন। নদিয়ার কল্যানী জে, এন, এম মেডিকেল কলেজ সেখানে এখন শুধুই আস্ফালন শিক্ষক, সহপাঠী, বন্ধু সকলের এই রকম ঘটনা ঘটবে কেউ বিশ্বাস করতে পারছেন না। নম্র, মেধাবী , ভদ্র, শান্ত স্বভাবের এমন ডাক্তার দিদি কে হারিয়ে সবাই মনমরা।২০১১ থেকে ২০১৬ পাঁচ বছর ডাক্তার হয়ে ওঠার সঙ্গে সহপাঠী, শিক্ষক, মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ, হোস্টেল, রাস্তা, ক্যান্টিন সব কিছু ছড়িয়ে আছে শুধু সে নেই?
এমন হওয়ার কথা ছিল না নদিয়ার কল্যানী জেএন এম মেডিকেল কলেজে সব স্মৃতি হয়ে গেল। এখান থেকে এম বি বি এস পাশ করে আর জি করে কান্ডে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্রী কে খুন করতে পারে এমন ও মানুষ আছে সেটাই সবাই ভাবছেন? কল্যানী জে এনএম মেডিকেল কলেজ কর্মবিরতিতে শামিল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসকরা। মৌন মিছিল, মোমবাতি মিছিল পোস্টার হাতে কর্ম বিরতি পালন করছেন। পোস্টারে জ্বলজ্বল করছে ডাক্তারদের প্রতি এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার চাই। ডাক্তাররা প্রাণ দেয়।
পাশবিক এই অত্যাচার করে খুন এর ঘটনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তবে কর্মবিরতি জেরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবার চালু আছে ।
আর জি করের ঘটনায় আজও প্রতিবাদ আন্দোলনে নদীয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালের মেডিকেল পড়ুয়া থেকে জুনিয়র চিকিৎসকরা।
স্থায়ী টেন্ট করে প্রতিবাদ আন্দোলনে হাসপাতালের ইমারজেন্সির বাইরে।
যদিও হাসপাতালের চিকিৎসা পরিসেবা স্বাভাবিক দাবি আন্দোলনকারীদের।