আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনার পর এবার হাসপাতালের নিরাপত্তার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসল উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে কলেজ কর্তৃপক্ষ। এই সপ্তাহে মেডিকেল কলেজের রুগী কল্যান সমিতির বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। উলুবেড়িয়া মেডিকেল কলেজ চত্বরে দুটি বিল্ডিং আছে। পুরাতন বিল্ডিং এ রুগী ভর্তি থাকে এবং নতুন বিল্ডিং এ একাডেমিক কাজকর্ম সহ অন্যান্য বিভাগ চলে। আর এই মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়েই একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ মেডিকেল কলেজের দুটি প্রবেশ পথ থাকলেও সেখানে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা থাকায় দিনে ও রাতে অবাঞ্ছিত লোকের আনাগোনা লেগেই থাকে।
শুধু তাই নয় পুরাতন বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ যাওয়ার রাস্তাতেও নিরাপত্তা ব্যবস্থার একাধিক খামতির অভিযোগ সামনে এসেছে। আর আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রেক্ষিতে একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উলুবেড়িয়া মেডিকেল কলেজের রুগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান হাসপাতালের চিকিৎসক থেকে নার্সিং স্টাফদের সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়া হবে। পুরুষ ও মহিলা নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধি করা হবে। চিকিৎসকদের বিশ্রামের জায়গা বাড়িতে নিরাপত্তা দেওয়া হবে। হাসপাতাল চত্বরে সি সি ক্যামেরার সংখ্যা আরোও বৃদ্ধি করা হবে। হাসপাতালে দালালরাজ বন্ধ করার পাশাপাশি হাসপাতাল চত্বর জুড়ে বেআইনি পার্কিং বন্ধ করা হবে বলে জানান নির্মল মাজি।