বাংলার নিজের খবর,বাঙালির খবর

এক যুবকের রহস্য মৃত্যু

কুড়ি বছর বয়সী এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, ঘরের ভেতর থেকে উদ্ধার হয়, ঝুলন্ত দেহ, নদীয়ার শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের তোপানাপাড়া এলাকার ঘটনা। জানাযায় মৃত যুবকের নাম মনিন্দ্র দাস বয়স কুড়ি বছর, যুবকের মা মারা যায় বিগত ১০ বছর আগে। পরিবারের দাবি, গতকাল রাত্তির দশটা নাগাদ বাড়িতে ফেরে এরপর নিজের ঘরে শুতে যায়, সকালে ঘরের দরজা না খুললে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

 

এরপর,, দরজা ভেঙে ঢুকে দেখে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে, খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনায় যুবক কি কারণে আত্মহত্যার রাস্তা বেছে নিল তা নিয়ে অনেকটাই ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। পরিবারের কাছ থেকে জানা যায়, এই আত্মহত্যার পেছনে হয়তো প্রেম ঘঠিত কোনো কারণ থাকতে পারে। অন্যদিকে রবিবার মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। স্বাভাবিকভাবেই যুবকের আকর্ষিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে এখন শোকের ছায়া।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News