এক কলেজ ছাত্রীর মোবাইল ফোন ও টাকা ছিনতাই হয়ে যাওয়ার ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের কূলকিনারা খুঁজে বের করল পুলিশ, উদ্ধার মোবাইল ফোন, ঘটনায় পুলিশের জালে গ্রেফতার হয় এক অভিযুক্ত। জানা যায় গত ৮ তারিখ রাত্রি ৮ঃ৩০ নাগাদ শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সুনিমা দেবনাথের মেয়ে অঙ্কিতা দেবনাথ টিউশনি করে বাড়িতে ফিরছিল, তখনই ওই ওয়ার্ডের একটি ফাঁকা রাস্তায় কলেজ ছাত্রীকে দাঁড় করিয়ে তার সাইকেল থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী, যদিও দুজনেই একটি বাইকে ছিল। চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন, পুরো ঘটনা জানানো হয় পরিবারকে।
সেদিন রাতেই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়, অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত নামে শান্তিপুর থানার পুলিশ, এরপর ৭২ ঘন্টার মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। মা, সুনিমা দেবনাথ এর দাবি, তার মেয়ের সাথে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তাতে তারা খুবই চিন্তিত ছিলেন, কিন্তু পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে মেয়ের ফোনটি উদ্ধার করাতে এখন পুলিশকে কুর্নিশ জানাচ্ছেন তিনি। যদিও পুলিশ সূত্রে খবর, এই ঘটনার এখনো তদন্ত চলছে যত তাড়াতাড়ি সম্ভব আরো যে জিনিসপত্র খোয়া গেছে সেগুলি উদ্ধার করা হবে।