রবিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক ব্লকের সন্ধিপুর দুই অঞ্চলের রাজবল্লভপুর এলাকায় শিলাবতী নদীর উপর। সম্প্রতি ভারী বৃষ্টির ফলে শিলাবতী নদীতে জল বাড়ে। জলের স্রোতে রাজবল্লভপুর এলাকায় শিলা বতী নদীর উপর থাকা বাঁশ এর সাঁকো টি ভেঙে যায়। রবিবার গ্রামবাসীদের উদ্যোগে ভেঙে যাওয়া বাঁশ এর সাঁকো টি গ্রামবাসীরা মেরামত করার কাজ করছিল।
সেই সময় আচমকাই শিলাবতী নদীতে জল বেড়ে যায়। জলের স্রোতে জের বাঁশ এর সাঁকো টি ভেঙে যায়। যার ফলে সেই সময় প্রায় ২০ জন বাঁশ এর সাঁকো মেরামত করার কাজ করছিল। তারা সাঁকো ভেঙে যাওয়ায় শিলাবতী নদীর জলে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ও সন্ধিপুর ফাঁড়ির পুলিশ দ্রুত রাজবল্লভপুর এলাকায় গিয়ে তাদেরকে জল থেকে উদ্ধার করে । তাদের মধ্যে জখম হয় বারো জন। জখম বারো জনের চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাজবল্লভপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে চঞ্চলা ছড়িয়ে পড়ে।