আর জি করে কর্মরত এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছে। তারপর থেকেই উত্তাল বাংলা। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করে। এর পরেই ওঠে নানা প্রশ্ন। এবার সামনে আসলো একটা ভয়ঙ্কর খবর। রবিবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরামের সদস্যরা। সেই সাক্ষাতের পরই চিকিৎসক সুবর্ণ গোস্বামী বিস্ফোরক দাবি করলেন।
তাঁর অভিযোগ, মৃতার মা তাঁদের জানিয়েছেন, কেসটি ধামাচাপা দিতে পুলিশের এক উচ্চ-পদস্থ আধিকারিক তাঁদের টাকা দিতে চেয়েছিলেন। সেই প্রশ্ন আগেই উঠেছে যে পুলিশ কি কিছু চাপা দিতে চাইছে? যদিও রবিবারই পুলিশ সুপার বলেন, এখানে লুকোনোর কোনো বিষয় নেই। কিন্তু এই বিষয়ে ডঃ সুবর্ণ গোস্বামী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘নির্যাতিতার পরিবার ক্ষুব্ধ কারণ হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ফোন করে জানান মেয়েটি আত্মহত্যা করেছেন। সেটা ওঁরা কোনও ভাবেই মেনে নিতে পারেননি। নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কোনও বিষয় রয়েছে। নয়ত ওরা কেন আত্মহত্যার কথা বলেছিল?
শুধু তাই নয়, মৃতার মা এটাও বলছেন, পুলিশের একজন পদাধিকারী ওনাদের টাকা-পয়সা অফার করেছিলেন। যা শুনে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। ধামাচাপা দেওয়ার না থাকলে টাকার অফার কেন করবেন? সবটার মধ্যেই তৈরী হয়েছে জটিলতা ও সামনে এসেছে বেশ কিছু প্রশ্ন। এখন দেখার এই তদন্ত কোন দিকে যায়!