আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। চারিদিকে প্রতিবাদে সোচ্চার নাগরিক মহল। সেই সময় আশ্চর্য রকম নীরব বিনোদন জগতের একটি অংশ- বিশেষ করে যাঁরা শাসক দলের ঘনিষ্ঠ। কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন অপর্ণা সেন। মঙ্গলবার সরকারি ওই হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ ও খুনের প্রতিবাদ করতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই মুহূর্ত শেয়ার করে নেটপাড়াতেও কাটাছেঁড়া চলছে তা নিয়ে। এমনকী সিনে ইন্ডাস্ট্রির তারকারাও তাতে অংশগ্রহণ করেছিলেন কেউ কেউ! এবার সেই প্রেক্ষিতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অপর্ণা সেনের পাশে দাঁড়ালেন বন্ধু অঞ্জন দত্ত।
অঞ্জন দত্ত স্পষ্ট করেই বলেন, অপর্ণা সেনের এই অপমান আসলে সিনেমা জগতের সকলের অপমান। মঙ্গলবার ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’য় যোগ দিয়ে আর জি করে গিয়েছিলেন অপর্ণা সেন। সেখানে একদল ব্যক্তি তাঁকে চটিচাটা বুদ্ধিজীবী বলে কটাক্ষ করে বিক্ষোভ প্রদর্শন করে। অপর্ণা যদিও এইপ্রসঙ্গে এখনও কোনওরকম প্রতিক্রিয়া দেননি, তবে অঞ্জন দত্ত তাঁর হয়ে সরব হলেন। সোশাল মিডিয়াতেই অঞ্জন লেখেন, আর জি করে প্রতিবাদ করার সময় অপর্ণা সেন যে অসম্মানের সম্মুখীন হয়েছেন, তা দেখে আমি লজ্জিত।
নেটপাড়ায় যে সব পোস্টে আপনার বক্তব্যকে কটাক্ষ করা হয়েছে, তাতে আমাদের কয়েক জন সহকর্মীর ‘লাইক’ দেখেও আমি স্তম্ভিত! অধিকাংশ রাজনৈতিক দলগুলির নীতি বলে যখন আর কিছু থাকে না তখন তারা বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যক্তিকে অপমান করে। যদিও এর মধ্যে প্রশ্ন অনেক আছে। বিরোধীরা কটাক্ষ করে বলেন, এই মুহূর্তে টলিপাড়া বিক্রি হয়ে গেছে। তাই আর তাদের হাতে মোমবাতি নেই। তবে অবশ্যই সেই দলে অপর্ণা সেনকে ফেলা কখনই উচিত না বলেই নাগরিক মহলের ধারণা।