বাংলার নিজের খবর,বাঙালির খবর

ঝাড়গ্রাম শহরে ঢুকে তাণ্ডব চালালো পাঁচ টি হাতি, এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা

বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরের ভিতরে আচমকা ৫ টি হাতি প্রবেশ করে। যার ফলে ঝাড়গ্রাম শহরের সত্যবানপল্লী, রাজকলেজ সংলগ্ন এলাকায় হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাধীনতা দিবসের দিন আচমকা পাঁচ টি হাতি ঢুকে ঝাড়গ্রাম রাজ কলেজে কোন ক্রমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানায়।

 

খবর পেয়ে বন দফতর এর আধিকারিক ও কর্মীরা ঘটনা স্থলে আসে। ঘটনা স্থলে এসে রাজকলেজ এলাকায় থাকা পাঁচ টি হাতির মধ্যে দাঁতাল হাতিটিকে ইতিমধ্যে বন দপ্তরের উদ্যোগে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে। সেই দাঁতাল হাতি টি কে ক্রেনে করে উদ্ধার করে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

 

দুটি শাবক সহ বাকি ৪ টি হাতি এখনও ঝাড়গ্রাম রাজ কলেজের বিপরীতে পূর্বতন পশু হাসপাতালের প্রাচীর ঘেরা চত্বরের ভিতরেই বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে। যার ফলে ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনী সহ রাজকলেজ এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনা স্থলে রয়েছে বন দফতর এর আধিকারিক ও কর্মীরা এবং ঝাড়গ্রাম থানার পুলিশ।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News