বাংলার নিজের খবর,বাঙালির খবর

কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩জনের মৃত্যু

জেলার পেকুয়া উপজেলায় আজ ভোর রাতে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছেন। রোববার ভোর রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসেরএদুর্ঘটনা ঘটে।

 

মৃৃতরা হলেন, ওই এলাকার মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২),তাদের কন্যা ময়না(১৩) ও পুত্র তোহা (৮)। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, আজ রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে পাহাড় ধসে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের৬নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে।

 

এসময় একই পরিবারের ১ নারী ও২ শিশু মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ওথানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News