সরকার পরিবর্তনের পরেই বাংলাদেশে প্রাক্তন সচিবের বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা। এটা হয়তো নির্দেশ করে হাসিনা সরকারের সময়ের নেতা মন্ত্রী আমলাদের দুর্নীতির বহর। গোপনসূত্রে খবর পেয়ে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। আর সেখানে সন্ধান চালাতেই হদিশ মেলে কোটি কোটি টাকার। ওই প্রাক্তন সচিবের বাড়ি থেকে নগদ ৩ কোটি টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। তিনি হলেন দুর্যোগ ও ত্রাণ সম্পর্কিত মন্ত্রকের প্রাক্তন সিনিয়র সচিব মহম্মদ শাহ কামাল।
শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয় তার বাড়িতে। সারা রাত ধরে চলে অভিযান। শনিবার সকালে শেষ হয় সেই অভিযান। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এই বিপুল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার টাকা ছাড়াও পাওয়া গিয়েছে ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের বিদেশি মুদ্রা। এর মধ্যে রয়েছে ভারতীয় টাকাও। মিলেছে মার্কিন ডলার, মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত, সৌদি আরবের মুদ্রা রিয়াল, সিঙ্গাপুরিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, কোরিয়ান ইউয়ান ও চিনা ইউয়ান মুদ্রা।