বাংলার নিজের খবর,বাঙালির খবর

ভারত বাংলাদেশ সীমান্তে রাখি বন্ধন উৎসব পালিত হল

রাখি হল ভাইবোনের সম্পর্কের দৃঢ়তার বন্ধন, বোনকে ভাইয়ের রক্ষা করার প্রতিশ্রুতি। আর যারা আমাদের দেশকে, দেশবাসীকে রক্ষা করার জন্য বছরভর সীমান্তে কর্তব্যে অবিচল, তাঁদের এই উৎসবের দিনগুলিতেও থাকতে হয় নিজেদের পরিবার, বোনেদের থেকে দূরে। তাই সীমান্তে কর্তব্যরত জওয়ানদের রাখির কথা মনে পড়লে পরিজনদের কথা ভেবে অনেকটাই মন খারাপ হয় ।

 

ভাইবোনের পবিত্র মৈত্রীর বন্ধনের এই নিদর্শন দেখল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা। রবিবার মেখলিগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়ে জওয়ানদের রাখি পরালেন সামাজিক সংগঠন সৃজনের সদস্যরা।তাদের তরফে চ্যাংরাবান্ধা সীমান্তের ৯৮ নং ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জরসহ বিভিন্ন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়িয়ে দিয়ে মিষ্টি মুখ করানো হয়।

 

তারা রাখি পরিয়ে দেন মেখলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিত সরকার,ওসি মনিভূষণ সরকারসহ অন্য পুলিশ কর্মীদের হাতে। রাখি উৎসবের একদিন আগে রাখি পরতে পেরে আনন্দিত সীমান্তের পুলিশ ও বিএসএফের কর্মীরাও। এদিনের কর্মসূচিতে সৃজনের সম্পাদক সুনির্মল গুহ, জ্যোতি কানু, টুম্পা শা, দীপিকা দাস,অরিত্রী পাল প্রমুখ অংশ নেন। সৃজনের সদস্যা
জ্যোতি কানু,টুম্পা শা বলেন,এই ধরণের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News