আরজি কর কাণ্ডে প্রতিবাদে ফের হাওড়ার রাজপথে নামলেন আন্দোলনকারীরা। সোমবার দুপুরে হাওড়া ময়দান থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল শেষ হয় শিবপুর মন্দিরতলায়। মিছিলে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। মিছিলে একটাই স্লোগান ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। কয়েক হাজার ছাত্রছাত্রী এদিনের মিছিলে পা মেলান।