আজ থেকে ৩২০ বছর আগে নিম গাছের তলায় একটি মৃতদেহ রেখে দিয়ে চলে গেছিল গ্রামবাসীরা পরের দিন এসে দেখে লোকটি জীবিত হয়ে গেছে। তারপর থেকেই শুরু হয়ে যায় চাকদা ব্লক এ পূর্ব বিষ্ণুপুরের খেদাই তলার মেলা খেদায় বাদ্দি বেঁচে গেছিল তার নাম অনুসারে জায়গার নাম হয় খেদায়তলা এখানে অতীতের মূল আকর্ষণ ছিল সাপুড়েদের সাপের খেলা দেখিয়ে পরে সেই সাপ
গুলোকে ছেড়ে দিয়ে যেত গত ছয় বছর ধরে এই কারণে এই কারণে সাপের খেলা বন্ধ মেলায় বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের ছোট থেকে বড় মাছের জাল কিনতে আসে বিভিন্ন এলাকা থেকে এখানেও দেখে দেখা গেল আরজিকরের রেস এই গ্রাম্য মেলা তে মহিলাদের নিরাপত্তার কারণে সিসিটিভি লাগানো হয়েছে রয়েছে প্রচুর পুলিশ এই সাতদিন এই মেলাটা কেন্দ্র করে ওই এলাকায় বিভিন্ন জায়গায় মেলা হয়। জানালেন এখানকার এখানকার পুরোহিত।