সোমবার রাজ্য জুড়ে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালিত হল। এদিন উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব পালিত হল। আর তাতে মন্ত্রী থেকে পুলিশ সবাই সামিল হল। এদিন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা চন্ডিপুর মানিকপুর গ্রামীণ হাসপাতালে রাখি বন্ধন উৎসবে সামিল হন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।
সেদিন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মন্ত্রীর হাতে রাখি বেঁধে দেন। এদিন আমতা বিধানসভার জয়পুরের অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল। বাগনানে রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক অরুনাভ সেন। এছাড়া উলুবেড়িয়া বাগনানে স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীরা।