যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হল ২০ জনেরও বেশি যাত্রী। আজ সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের খড়িপুকুরিয়া শ্মশান মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে দীঘা, কলকাতা মা চন্ডী নামের বাসটি কলকাতা যাওয়ার সময় খড়িপুকুরিয়া শ্মশানের কাছে দীঘা ঘাটাল পরশমনি বাসটি আসে। দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।আহত হয় ২০জনেরও বেশি যাত্রী।
আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় বৃষ্টি হচ্ছিল বলে উদ্ধার কার্য দেরি হয়। দুটিবাসের সংঘর্ষের ঘটনা ঘটলে রাস্তা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। বাস দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা গ্রস্ত দুটি বাসকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।