হাওড়া সিটি পুলিশের হাওড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে সোমবার সকালে রাখীবন্ধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতি সাধারণ মানুষের হাতে রাখী পরিয়ে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। হাওড়া ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার নিজে উপস্থিত ছিলেন ওই কর্মসূচিতে।
সুকান্তবাবু বলেন, হাওড়া সিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে এদিন রাখীর দিন সকালে হাওড়ার মঙ্গলাহাট চত্বরে সব দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে রাখী পরানো হয়। এছাড়াও হাওড়া ময়দান ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এবং মেট্রো রেলের যাত্রীদের হাতেও এদিন রাখী পরানো হয়। এর মাধ্যমে আমরা সকলকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াস নিয়েছি।