বাংলার নিজের খবর,বাঙালির খবর

হিন্দু-মুসলিম ভাই ভাই দুই সম্প্রদায় একে অপরের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির রাখি বন্ধন নদীয়ার হাঁসখালির গাজনায়

বিদ্রোহী কবি লিখেছিলেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন ধর্মের ধ্বজা তুলে হিন্দু-মুসলিমের সম্প্রদায়িক দাঙ্গার খবর সংবাদপত্রের শিরোনাম দখল করছে, তখন এক অন্য রাখি বন্ধন উৎসব দেখল নদীয়ার হাঁসখালির মানুষ। নদীয়ার হাঁসখালীর গাজনা বাজার এলাকায় হিন্দু-মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করে পালন করলেন রাখি বন্ধন উৎসব।

 

জানা যাচ্ছে হাঁসখালীর গাজনায় সাহিত্যতরী সংস্থার উদ্যোগে এই রাখি বন্ধন উৎসব পালিত হলো। এই প্রসঙ্গে সংস্থার সম্পাদক শিবশেখর গণ বলেন সাম্প্রদায়িক সন্ত্রাস নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের ভিত্তি এখানে আমরা সকলে ভাই ভাই আর রাখি বন্ধন মানেই তো ভ্রাতৃত্বের বন্ধন। হাঁসখালি পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমিত দাস বলেন দেশের ঐক্য বজায় রাখতে রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের পারস্পারিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যেই তাদের এই অনন্য রাখি বন্ধন অভিযান।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News