২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে কন্যাশ্রী প্রকল্প সফলভাবে রূপায়নের নিরিখে পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ গুলির মধ্যে মেদিনীপুর কলেজ দ্বিতীয় স্থান অধিকার করল্। মেদিনীপুর কলেজের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ। প্রথম হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজও তৃতীয় খড়গপুর ইন্দা কলেজ।
উল্লেখ্য কন্যাশ্রী প্রকল্পে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ। যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার আঠারো বৎসর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে।
এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হল, আর্থিক ভাবে পিছিয়ে থাকা গরিব ছাত্রী কে উচ্চ শিক্ষার জন্য তুলে আনা। এই প্রকল্প তার নক্সা ও বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তাই পশ্চিম মেদিনীপুর জেলার কলেজ গুলির মধ্যে কন্যাশ্রী প্রকল্প রূপায়নে মেদিনীপুর কলেজ দ্বিতীয় স্থান অর্জন করায় খুশি কলেজের ছাত্রীরা।