বিজেপির হাওড়ার ব্রিজ অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে বলপ্রয়োগ করে পুলিশ। বিকেল থেকে টানা কয়েক ঘন্টা যানজটে ভুগতে হয় সাধারণ মানুষকে। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। তাদের গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। এদিন অবরোধের জেরে হাওড়া ও কলকাতাগামী সব রাস্তা বন্ধ হয়ে যায়।
প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে রাস্তা। অবরুদ্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান সহ বিস্তীর্ণ এলাকা। প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের উপর ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে এবং প্রকৃত ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য বিজেপির তরফ থেকে মঙ্গলবার বিকেলে হাওড়া ব্রিজ অবরোধের ডাক দেওয়া হয়। হাওড়ার সাকেত হোটেলের সামনে জমায়েতের পর বিজেপির মিছিল শুরুর আগেই পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে দেয়।
হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা ব্যারিকেড করে বন্ধ করে দেওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রথমে মিছিল করতে বাধা দেওয়ায় এদিন পুলিশের বিরুদ্ধে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন দলের মহিলা কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। হাওড়া ব্রিজ স্তব্ধ হয়ে যায়। এদিন কার্যত রণক্ষেত্র চেহারা নেয় বিজেপির অবরোধে। পরে পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে। হাওড়া ব্রিজ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। তবে যানজট কাটতে দীর্ঘ সময় লেগে যায়।