মাত্র ২৪ বছর বয়সে জৈন সন্যাসিনী হচ্ছেন মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজার এলাকার ২৪ বছরের মেয়ে মানবী আঞ্চলিয়া।এই উপলক্ষে চ্যাংরাবান্ধায় একটি অভিনন্দন যাত্রা বের করা হয়।সেখানে বিভিন্ন মানুষজন সামিল হয়েছিলেন।মাত্র ২৪ বছর বয়সে কেন সে সন্যাসীনি হচ্ছেন সে সম্পর্কে মানবী আঞ্চলিয়ার বক্তব্য শোনাব।তাঁর পিতা অরুণ আঞ্চলিয়া পেশায় একজন ব্যবসায়ী।মা সুনীতা আঞ্চলিয়া গৃহবধু।মেয়ের সন্যাসীনি হবার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন তারাও।
এই উদ্যেশ্যেই এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।জানাগেছে,মানবি আঞ্চলিয়ার ঠাকুমা শাসন গর্ব রাজমতিজী নিজে একজন সন্যাসিনী।মানবী আগামি ৫ সেপ্টেম্বর ঘরবাড়ি ত্যাগ করে রাজস্থানের নোখায় যাবেন।১৬ সেপ্টেম্বর দীক্ষা গ্রহণ করবেন।জৈন ধর্মগুরু আচার্য মহাসর্বণজীর আদেশ অনুসারে
শাসন গর্ব রাজমতিজী মানবী আঞ্চলিয়াকে দীক্ষা দেবেন।