বাংলার নিজের খবর,বাঙালির খবর

“সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক।” হাওড়ায় অভিষেকের প্রতি আহ্বান জানিয়ে শহরের বুকে হোর্ডিং-ব্যানার

“সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক।” হাওড়ায় অভিষেকের প্রতি আহ্বান জানিয়ে দেওয়া হলো হোর্ডিং-ব্যানার। সেনাপতিকে ( অভিষেক ব্যানার্জী ) পথে নামার আবেদন জানিয়ে এই ব্যানার হোর্ডিংগুলি দেওয়া হয়েছে হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। আরজি করের ঘটনায় কার্যত বিরোধীদের ক্ষোভের মুখে পড়েছে সরকারকে।

 

তৃণমূলের অভিযোগ, রাম-বামের চক্রান্তের মুখে পড়তে হয়েছে। এই সঙ্কট থেকে দলকে বাঁচাতে পারেন একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই অভিমত দলের সাধারণ ‘কর্মী’দের। এই বিষয়ে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র বলেন, এই সঙ্কটজনক সময়ে সিপিএম, বিজেপি চক্রান্ত করছে। আরজি করের ঘটনার ব্যাপারে আমরা মর্মাহত। আমরা দোষীদের শাস্তি চাই, ফাঁসি চাই।

 

মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। তারপরেও বিজেপি, সিপিএম চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করছে, মানুষকে উষ্কানি দিচ্ছে। যখনই দল সঙ্কটে পড়েছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় মানুষের কাছে গিয়ে তাদের ভুল ভাঙিয়ে আবার দলে এনেছে। সেই কারণে ছাত্র, যুব সহ সকল টিএমসি কর্মীরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন রাস্তায় থাকেন৷ সামনে থাকলে সমস্ত সমস্যা দূর হবে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News