ডেঙ্গু প্রতিরোধে মশার বংশ ধ্বংস করার জন্য আমতা ২ নং ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা ছাড়াও নালা নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। আর এবার ডেঙ্গু প্রতিরোধে মশা বাহিত রোগ প্রতিরোধ কাজ করা কর্মীদের হাতে ২টি করে স্প্রে মেশিন ও হ্যান্ড মাইক সেট তুলে দেওয়া হল। বুধবার আমতা ২ নং ব্লকের উদ্যোগে ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের হাতে ২৮টি স্প্রে মেশিন ও ১৪টি হ্যান্ড মাইক সেট তুলে দেওয়া হল।
এদিন সুপারভাইজরদের হাতে এইসব জিনিস তুলে দেন আমতার বিধায়ক সুকান্ত পাল। সুকান্ত পাল বলেন ব্লকে ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে জমা জলে গাপ্পি মাছ ছাড়া হয়েছে। এবার কাজের সুবিধার জন্য স্প্রে মেশিন ও হ্যান্ড মাইক সেট তুলে দেওয়া হল। ব্লকে ডেঙ্গু যাতে নিয়ন্ত্রনে থাকে সেই লক্ষ্যে ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই কর্মীরা নিয়মিত কাজ করছে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।