বাংলার নিজের খবর,বাঙালির খবর

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে স্মরণসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৌরভ। তার পরে অনুষ্ঠান চলাকালীন বামনেতা তন্ময় ভট্টাচার্যের পাশে বসতে দেখা যায় তাঁকে। মন দিয়ে বিমান বসুর বক্তব্যও শোনেন তিনি।

 

অনুষ্ঠান থেকে বেরনোর সময়ে সৌরভের মুখে আবারও উঠে আসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, “আমি যখন ভারতীয় দলে খেলতাম উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন। বরাবরের খেলাপাগল বুদ্ধদেব ভট্টাচার্য।

 

আমার সঙ্গে সবসময় খেলা সংক্রান্ত প্রশ্ন করতেন, কথা হত। আমার টেস্ট অভিষেক হওয়ার পরে সম্পর্কটা আরও দৃঢ় হয়ে উঠেছিল।” প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, “আজ এখানে আসতে পেরে ভালো লাগছে। কারণ সব কিছুর উর্ধ্বে সম্পর্ক। ওঁর আত্মার শান্তি কামনা করি।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News