বাংলার নিজের খবর,বাঙালির খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৮ লাখ, একজনের মৃত্যু

বন্যায় দেশের ছয় জেলায় এখন পর্যন্ত অন্তত১৭ লাখ৯৬হাজার ২৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া,ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছে।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি করা এক প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী- আগামী ৪৮ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে।
মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্যে জানানো হয়েছে, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ছয়টি।কুমিল্লা, ফেনী,চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার জেলা বন্যাকবলিত হয়েছে।৪৩ উপজেলা বন্যায় প্লাবিত।

 

ছয় জেলায় মোট এক লাখ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা১৭ লাখ৯৬হাজার ২৪৮ জন।
এদিকে,বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
পানিবন্দি/ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে মোট এক হাজার ৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট১৭ হাজার৮৮২ জন লোক এবং৩ হাজার ৪৮৬টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া,৬জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৩০৯টি মেডিকেল টিম চালু রয়েছে।
বন্যা আক্রান্ত জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়,বন্যাকবলিত ছয় জেলায় মোট এক কোটি৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া৮হাজার ৫৫০টন চালও৮ হাজার শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এছাড়া,দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ওত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
বন্যা আক্রান্ত জেলাগুলোতে জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিমও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনীজ নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনাবাহিনী থেকে ১৬০জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্যও৮টি উদ্ধারকারী যান কাজ করছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News