আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের আবহে গোটা দেশজুড়েই এ ধরনের ঘটনার ভয়াবহতা উসকে উঠেছে। গোটা দেশেই এ ধরনের ঘটনা ক্রমবর্ধমান। সামাজিক ব্যাধি হিসেবে তা জনজীবনকে কুরে কুরে খাচ্ছে।
তাই এসব মামলায় ১৫ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হোক। এই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই চিঠির বিষয়টি জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। চিঠির বয়ানও শোনালেন তিনি। পরে নবান্নের তরফে চিঠির কপিও দাবি দেওয়া হয়েছে।