বাংলার নিজের খবর,বাঙালির খবর

হুগলী নদীর ভাঙন রোধে বিশেষ ব্যাবস্থা নিচ্ছে সেচ দপ্তর

কয়েক বছর আগে শ্যামপুরের পূর্ব বাসুদেবপুর এবং উলুবেড়িয়ার বাঁশতলায় নদী ভাঙন ভয়াবহ আকার নেয়। দুটি জায়গাতেই ভাঙন রোধে সেচ দপ্তর একাধিক ব্যবস্থা নিলেও সেটা দীর্ঘস্থায়ী হয়নি। আর এবার এই ভাঙন রোধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সেচ দপ্তর। সেচ দপ্তর সূত্রে খবর নদীর এই পাশ দিয়ে জাহাজ যাতায়াত করে। পাশাপাশি দীর্ঘদিন নদী ড্রেজিং না হওয়ার কারণে নদীর গভীরতা হাওড়ার দিকে নদী বাঁধের দিকে চলে আসছে। যার কারণে হাওড়ার দিকে নদী বাঁধে ভাঙন দেখা দিচ্ছে।

 

আর নদী বাঁধের এই ভাঙন রোধে সম্প্রতি সেচ দপ্তর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর নদী ভাঙন স্থায়ীভাবে রুখতে একাধিক পরিকল্পনা গ্রহন করেছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে উলুবেড়িয়ার বাঁশতলা এলাকায় ব্রিক ম্যাট্রেসিং করা হচ্ছে। এখানে ভাঙন প্রবন এলাকায় ইঁটের চাদর বিছানো হবে।

 

অন্যদিকে পূর্ব বাসুদেবপুর এলাকায় জিও ফেব্রিক বা জিও ট্যাক্সাটাইলের আস্তরন বিছানো হবে। শুধু তাই নয় বর্ষার পরেই সেচ দপ্তরের পক্ষ থেকে জিও ট্যাক্সটাইলের আস্তরনের উপর এন্টি স্কিডের আস্তরন দেওয়া হবে। সেচ দপ্তরের কর্তাদের বক্তব্য নদীর মধ্যে আরোও বেশ কিছুটা অংশে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যাতে এই এন্টি স্কিড বা ব্রিক ম্যাট্রেসিং ব্যবস্থা ধুয়ে না যায়।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News