দক্ষিণবঙ্গ সীমান্ত, বিএসএফ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসাবে সেখানে বসবাসকারী তার বোনের জন্য একজন মৃত ভারতীয় ভাইকে শেষ বিদায়ের সুবিধা দিয়ে একটি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে বাংলাদেশ। এই আন্তরিক উদ্যোগটি নদীয়ার কৃষ্ণগঞ্জের বর্ডার আউট পোস্ট মাটিয়ারী, ৩২ ব্যাটালিয়ন, বিএসএফ-এর আওতাধীন দক্ষিণবঙ্গ সীমান্তের ঘটনা। বিএসএফ আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ২২শে আগস্ট মধ্যরাতে নদীয়া জেলার সীমান্ত গ্রাম মাটিয়ারী এলাকায় ।
মাটিয়ারীর পঞ্চায়েত সদস্য খোকন মন্ডল বিএসএফের ৩২ ব্যাটালিয়ন সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারকে জানান যে শরিফুল মন্ডল মাটিয়ারী গ্রামের বাসিন্দা। কৃষ্ণগঞ্জের মাটিয়ারী, জেলা- নদিয়ার বাসিন্দা গত রাতে কারণবশত মারা যান এবং তার বোন বাংলাদেশে থাকেন। তিনি বিএসএফের কাছে অনুরোধ করেছেন যে মৃত ভাইয়ের ইচ্ছা ছিল তার বোন যেন মৃত্যুর পর ভাইকে শেষবারের মতো দেখতে পায় সেটার ব্যবস্থা করা। তাঁর শেষ ইচ্ছা পূরণ করার জন্য বিএসএফের দ্বারস্থ হয় পরিবার এবং এলাকাবাসী ।
তাদের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক ও মানসিক দিক বিবেচনা করে অবিলম্বে তার প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, মানবিক দিকটিকে সর্বাগ্রে রেখে ভারতে বসবাসকারী তার আত্মীয়দের জন্য আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের মৃত ভারতীয়ের শেষ আভাস পাওয়ার ব্যবস্থা করেছে।
মৃতের আত্মীয়রা BSF এর এই মানবিক দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানায়। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ সদস্যরা দিনরাত সীমান্তে মোতায়েন রয়েছে এবং সীমান্ত জনগণের মানবিক সমস্যায় সর্বদা এগিয়ে এসেছে। বিএসএফ যে কতটা মানবিক তা আবারো প্রমাণ দিল, বাংলাদেশ থেকে বোনকে নিয়ে এসে চিরবিদায়ের শেষ মূহুর্তে ভাইকে দেখতে দেওয়ার মত এই দৃষ্টান্ত।