বাংলার নিজের খবর,বাঙালির খবর

আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে পাশাপাশি দেব-রূপা

আর জি করের  নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব।  শহরের বাইরে ছিলেন। বুধবারই কলকাতায় পা রাখেন দেব।

 

আর ফিরেই হাসপাতালে ছুটতে হয়েছিল তারকাকে।  বাবা গুরুপদ অধিকারী অসুস্থ। সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন গুরুপদবাবু। কিন্তু কেন টলিউডের অন্যান্য শিল্পীদের মতো দেব পথে নামেননি? সেই প্রশ্ন তুলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে! এমনকী দিন দুয়েক আগে বিদেশ থেকে শরীরচর্চার ছবি পোস্ট করেও নেটপাড়ার কটু কথার শিকার হতে হয়েছিল।  কটাক্ষ নিয়ে এতদিন কোনও শব্দ খরচ করেননি তারকা।

 

তবে এবারে বিচারের দাবিতে পথে তিনিও নেমে পড়েছেন। এদিন বৃষ্টিস্নাত সন্ধ্যায় টালিগঞ্জের প্রতিবাদ মঞ্চে দেখা যায় একাধিক তারকাকে। একদিকে যেমন সমুন্ত মুখোপাধ্যায়, অলকানন্দা রায়ের মতো বর্ষীয়ান তারকাকে দেখা যায়, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচী, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তীরা বিচারের দাবিতে সরব হন।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News