নদিয়া, মাধব দেবনাথ: আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। এই দাবিতে রাস্তায় নামলো কয়েকহাজার মহিলা। এদিন নদীয়ার শান্তিপুর বিধানসভার ফুলিয়া এলাকায় এই মিছিল বের করে বহুমুখী সংঘের মহিলারা।
তাদের একটাই দাবি “আরজিকর কাণ্ডে যারা জড়িত তাদের ফাঁসি চাই, সিবিআই তদন্তভার গ্রহণ করলেও এখনো পর্যন্ত দোষীদের চিহ্নিতকরণ করা গেল না। কবে দোষীদের শাস্তি হবে?? একজন নারীর প্রতি এই ধরনের নৃশংস ঘটনা আমরা কিছুতেই মেনে নেব না, তাই এর তীব্র প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি।
যতদিন না পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত নারীদের এই আন্দোলন লাগাতার চলবে।” প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে মিছিল শেষ হয় ফুলিয়ার রঙ্গমঞ্চের সামনে।